Advertisements

Zerodha তে ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন | Zerodha Account Opening Process in Bangla

Advertisements

বিগত বছর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যুবা সম্প্রদায়ের মধ্যে শেয়ার বাজার নিয়ে আগ্রহ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই স্টক মার্কেট, ট্রেডিং, ইনভেস্টিং এইসব নিয়ে কথা বলতে শুরু করেছেন। তবে শেয়ার বাজারে ট্রেডিং বা বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) করার জন্য আপনার একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা জরুরী। যখন আপনি কোনও ব্রোকার-এর কাছে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন তখন সাথে সাথে আপনার নামে একটি ডিম্যাট অ্যাকাউন্টও চালু হয়ে যায়। এগুলি ছাড়া আপনি শেয়ার বাজারে অংশ নিতে পারবেন না। তাই এই লেখাতে আমরা আলোচনা করবো কিভাবে আপনি জেরোধা (Zerodha) -তে ট্রেডিং তথা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। তবে চলুন, শুরু করা যাক। 

Advertisements

 

জেরোধা (Zerodha) ট্রেডিং অ্যাকাউন্ট

জেরোধা (Zerodha) হল ভারতের ১ নম্বর ডিসকাউন্ট ব্রোকার। এর প্রতিষ্ঠাতা নিতিন কামাথ। এই ট্রেডিং মাধ্যমে (platform) আপনি স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড, কারেন্সি (currency), কমোডীটি (commodity) ইত্যাদিতে ট্রেডিং বা ইনভেস্টিং করার সুবিধা উপলদ্ধ। এছাড়াও জেরোধা তে ট্রেডিং করার জন্য ব্রোকারেজ মাশুল ও অত্যন্ত কম। তাই বেশীরভাগ ট্রেডার বা বিনিয়োগকারী জেরোধা তে অ্যাকাউন্ট খুলতে পছন্দ করেন। 

Advertisements

 

জেরোধা তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন

  • প্রধম ধাপ  – এখানে ক্লিক করে জেরোধা -র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • দ্বিতীয় ধাপ – এবার যেখানে ‘Sign Up’ লেখা আছে তার নীচে মোবাইল নম্বর লেখার স্থানে আপনার মোবাইল নম্বর লিখুন ও “Continue” তে চাপুন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তা যথাস্থানে লিখুন ও ওটিপি নিশ্চিতকরণ করুন। 
  • Advertisements

 

  • তৃতীয় ধাপ – এরপর আপনাকে আপনার নাম ও ইমেল আই ডি লিখতে বলা হবে। এই তথ্যগুলি ভরাট করুন ও “Continue” তে চাপুন। এরপর আপনার ইমেল আই ডি -তে একটি ওটিপি আসবে তা যথাস্থানে লিখুন ও ওটিপি নিশ্চিতকরণ করুন। 
  • Advertisements

 

  • চতুর্থ ধাপ – এরপর আপনাকে আপনার প্যান নম্বর (PAN Card Number) ও জন্ম তারিখ (Date of Birth) লিখতে বলা হবে। এই তথ্যগুলি পূরণ করুন ও তারপর ‘Continue’ বিকল্পে চাপ দিন। 

 

  • পঞ্চম ধাপ – এরপর আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য মাশুল দিতে হবে। এই পেমেণ্ট ইউপিআই, নেট ব্যাংকিং, ওয়ালেট বা কার্ডের মাধ্যমে করা যেতে পারে। পেমেণ্ট প্রক্রিয়া সম্পুর্ণ করুন।  

 

  • ষষ্ঠ ধাপ – পেমেণ্ট সম্পুর্ণ হলে আপনাকে Digilocher -এর মাধ্যমে কেওয়াইসি করতে হবে। এর জন্য ‘Aadhaar KYC’ এর নীচে ‘continue to Digilocker’ বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর লিখুন ও next বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। তা যথাস্থানে লিখুন ও ওটিপি নিশ্চিতকরণ করুন। এবার ‘Get your e-Adhaar’ এর নীচে ‘Allow’ বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার আধার কেওয়াইসি প্রক্রিয়া সম্পুর্ণ হয়ে যাবে। 
  • Advertisements

 

  • সপ্তম ধাপ – এই ধাপে আপনার সম্বন্ধে কিছু তথ্য প্রদান করতে হবে – আপনি বিবাহিত না অবিবাহিত, আপনার পিতার নাম, মায়ের নাম, আপনার আয়, জেরোধা থেকে স্টেটমেন্ট প্রতি মাসে চান নাকি প্রতি ত্রৈমাসিক, আপনার পেশা, আপনি রাজনীতির সাথে যুক্ত কিনা ইত্যাদি তথ্যাদি পূরণ করে ‘Continue’ বিকল্পে ক্লিক করুন। 
  • Advertisements

 

  • অষ্টম ধাপ – এই ধাপে আপনাকে আপনার ব্যাংক সম্পর্কিত তথ্যাদি পূরণ করতে হবে। এক্ষেত্রে দুটি বিকল্প আছে – IFSC কোডের মাধ্যমে ব্যাংকের সাথে সংযুক্তি, ইউপিআই এর মাধ্যমে ব্যাংকের সাথে সংযুক্তি। এর মধ্যে যে কোনও একটি মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট জেরোধার সাথে সংযুক্ত করুন। 
  • Advertisements

 

  • নবম ধাপ – এরপর নিচের দিকে জেরোধার ‘Terms&Conditions’ পড়ার পর ওগুলির ওপর আপনার সম্মতি দিন ও শেষে ‘Continue’ বিকল্পে ক্লিক করুন। 

 

  • দশম ধাপ – এরপর Web Cam ভেরিফিকেশন -এর জন্য একটি pop-up দেখাবে। তখন ‘Allow’ বিকল্পে ক্লিক করুন । তখন আপনাকে একটি সংখ্যা লিখে তার সাথে আপনার ছবি নিতে ও শেষে তা আপলোড করতে বলা হবে। এই নির্দেশ যথাযথ ভাবে অনুসরণ করুন। ফটো আপলোড সম্পুর্ণ হলে পরের ধাপে আসুন। 
  • Advertisements

 

  • একাদশ ধাপ – এই ধাপে আপনাকে আপনার আয় যাচাই করা হবে। এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ, আয়কর রিটার্ন এর কপি, অথবা ফর্ম ১৬ ইত্যাদির মধ্যে যে কোনও একটি জমা করতে পারেন। এরপর আপনার সাক্ষর আপলোড করতে হবে। এর জন্য সাদা কাগজে সই করে তার ছবি তুলে আপলোড করুন। এরপর আপনার প্যান কার্ড -এর ছবি তুলে তা আপলোড করুন। শেষে ‘Continue’ বিকল্পে ক্লিক করুন।
  • Advertisements

 

  • দ্বাদশ ধাপ – এবার আপনাকে esign করতে বলা হবে। এর জন্য proceed to esign বিকল্পে ক্লিক করুন। তখন এনএসডিএল এর পেজ খুলে যাবে। সেই সময় ‘Terms&Conditions’ পড়ার পর ওগুলির ওপর আপনার সম্মতি দিন। তারপর আপনার আধার নম্বর লিখুন ও ‘Send OTP’ বিকল্পে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে। তা যথাস্থানে লিখুন ও ‘Verfity OTP’ বিকল্পে ক্লিক করুন। এরপর আপনাকে আবার জেরোধার পেজে নিয়ে যাওয়া হবে। তখন ‘Finish’ বিকল্পে ক্লিক করুন। তখন ‘Congratulations’ লেখা একটি মেসেজ দেখাবে, যেখানে লেখা থাকবে জেরোধা আপনার সমস্ত তথ্য গুলি যাচাই করবে এবং তারপর আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
  • Advertisements

 

জেরোধা তে অ্যাকাউন্ট খোলা সম্পর্কে কিছু কথা

  • সমস্ত তথ্য জমা করার পর অ্যাকাউন্ট চালু হতে সাধারণত ২৪-৪৮ ঘণ্টা সময় লাগে। 
  • অ্যাকাউন্ট চালু হয়ে গেলে কিভাবে আপনার অ্যাকাউন্ট-এ লগ ইন করবেন সে সম্পর্কে তথ্য আপনার ইমেল আইডিতে চলে আসবে। 
  • অ্যাকাউন্ট চালু হয়ে গেলে আপনাকে অ্যাকাউন্ট -এ টাকা জমা করতে হবে। তারপর আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারবেন।  

 

শেষকথা

শেয়ার বাজারে ট্রেডিং বা বিনিয়োগ (ইনভেস্টমেন্ট) করার জন্য আপনার একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এখন অনেক ব্রোকারেজ প্ল্যাটফর্ম -এই আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে জেরোধা তে অনেক সুবিধা থাকার দরুণ বেশীর ভাগ ট্রেডার এই প্ল্যাটফর্মকেই পছন্দ করেন। 

Advertisements

 

 

সতর্কীকরণ: –শেয়ার বাজারে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ । তাই এই পোস্টে লেখা শেয়ার গুলিকে কোনোভাবেই সুপারিশ হিসাবে নেবেন না। এই পোস্টে নাম করা শেয়ার গুলি সম্পুর্ন ভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া। এই পোস্ট দেখে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে, এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।

Advertisements
Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!