Click here to Read this Article in English
সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান অথচ,
আপনার কাছে টাকা নেই ?
সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাঙ্ক নূন্যতম কিছু টাকা জমা করতে বলছে ?
সেভিংস অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টে থাক মাসিক টাকার গড় আপনার সাধ্যের বাইরে ?
এগুলির মধ্যে কোনো একটি যদি আপনার সমস্যার কারণ হয় তাহলে এই পোস্টটি শেষ অবধি পড়ার পর সমস্যার সমাধান পেয়ে যাবেন।
আমাদের মধ্যে প্রচলিত ধারণাই হলো যে, সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে কিছু টাকা জমা করতে হয়। এই জমার পরিমাণটি বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এখানে বলে রাখি আপনার এই ধারণাটি সঠিক, তবে সম্পুর্ন সঠিক নয় – কারণ এখন এমন অনেক ব্যাঙ্ক আছে যেখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় কোনো রকম টাকা পয়সা না দিয়েও অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এই ধরণের অ্যাকাউন্ট গুলিকে বলা হয় জিরো ব্যালান্স অ্যাকাউন্ট। জিরো ব্যালান্স অ্যাকাউন্ট -এর অনেক রকমের সুবিধা আছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি।
জিরো ব্যালান্স অ্যাকাউন্ট -এর সুবিধা: –
১. এখানে অ্যাকাউন্ট খোলার সময় কোনো টাকা পয়সা জমা করতে হয় না।
২. আপনার অ্যাকাউন্টে গড়ে নূন্যতম কোনো টাকা না থাকলেও চলে। নূন্যতম ব্যালান্স না রাখলে অন্য ব্যাঙ্ক গুলি যেমন মাশুল নেয়, এখানে তেমন কোনো ব্যাপার নেই।
৩. কোনো রকম অ্যাকাউন্ট চালু রাখার মাশুল (Account Maintenance Charge) দিতে হয় না।
সাধারণত ব্যাঙ্ক গুলি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট এর পরিষেবা দেয় বেতন অ্যাকাউন্ট গুলিতে। তবে এখন সাধারণ অ্যাকাউন্ট এর ক্ষেত্রেও অনেক ব্যাঙ্ক জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করছে। এমনই একটি ব্যাঙ্ক হলো Equitas Small Finance Bank।
Equitas Small Finance Bank -এর জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা: –
Equitas Small Finance Bank -এর জিরো ব্যালান্স অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে অনেক রকমের সুবিধা। যেমন : –
১. আপনার অ্যাকাউন্ট সম্পুর্ণ বিনামূল্যে খুলে যাবে।
২. এখানে গড়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার কোনও ঝামেলা নেই।
৩. কোনও রকম Account Maintenance মাশুল নেই।
৪. এই অ্যাকাউন্টে আপনি সুদ পেতে পারেন ৭% অবধি, যা অবশ্যই অন্য ব্যাঙ্ক গুলির থেকে অনেকটাই বেশি।
৫. এই অ্যাকাউন্ট চালু করলেই আপনি পেয়ে যাবে একটি রূপে ডেবিট কার্ড, সম্পুর্ণ বিনামূল্যে।
৬. আপনি চাইলে নেট ব্যাংকিং, চেক বই , NEFT, মোবাইল ব্যাঙ্কিং -এর পরিষেবা নিতে পারবেন।
৭. এছাড়াও আপনি আপনার নিজের পছন্দের নম্বরকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর করতে পারেন।
৮. তাছাড়া অন্যান্য ব্যাঙ্কিং সুবিধা গুলি তো রয়েছেই।
৯. সর্বোপরি Equitas Small Finance Bank -এ আপনি বাড়ীতে বসে অনলাইনেই আপনার মোবাইল ফোন থেকে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলতে পারেন।
অর্থাত্, আপনি যদি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলবেন ঠিক করে থাকেন, তাহলে Equitas Small Finance Bank -এর জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার কথা ভেবে দেখতে পারেন।
এবারে দেখে নেওয়া যাক কিভাবে খুলবেন Equitas Small Finance Bank -এর জিরো ব্যালান্স অ্যাকাউন্ট।
Equitas Small Finance Bank -এর জিরো ব্যালান্স অ্যাকাউন্ট যেভাবে খুলবেন: –
১। প্রথম ধাপ : – নীচের লিঙ্কটিতে ক্লিক করুন। এর ফলে আপনি একটি নতুন পেজে চলে যাবেন।
আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ক্লিক করুন
২। দ্বিতীয় ধাপ : – এরপর আধার কার্ডে আপনার যে নাম আছে তা লিখুন।
৩। তৃতীয় ধাপ : – এবার আপনার ইমেল আই ডি ও মোবাইল নম্বর লিখুন।
৪। চতুর্থ ধাপ : – এবার আপনার রাজ্য, শহর ও শাখা নির্বাচন করুন। আপনি পশ্চিমবঙ্গ বা এমন কোনও রাজ্যের বাসিন্দা হন যা ওই তালিকায় নেই, তাহলে ‘OTHER’ বিকল্পটি নির্বাচন করুন।
৫। পঞ্চম ধাপ: – আপনার আধার নম্বর ও প্যান নম্বর লিখুন।
৬। ষষ্ঠ ধাপ: – এরপর ‘Generate Adhaar OTP বিকল্পটি নির্বাচন করুন। এর ফলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এরপর ওটিপি যাচাইকরণের পর ভিডিও কেওয়াইসি -এর জন্য সম্মতি দিন। ভিডিও কেওয়াইসি সম্পুর্ণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
আশা করি অন্যান্য পোস্ট গুলির মতো এই পোস্টটিও আপনার ভালো লাগবে। আপনার কোনও প্রশ্ন থাকলে কমেণ্টে জানান বা আমাদের ইমেল আইডি [email protected] -তে আমাদের মেইল করুন। এছাড়া এই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।
সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কোথায় বেশী | পোস্ট অফিস নাকি ব্যাঙ্ক ?