Advertisements
বন্ধুরা, জিএনপি বা গ্রস ন্যাশন্যাল প্রোডাক্ট কথাটি আপনার সংবাদপত্রে বা সংবাদ চ্যানেলে নিশ্চই শুনে থাকবেন। কিন্তু, আপনি কি জানেন জিএনপি কি? কিভাবে জিএনপি নির্ণয় করা হয়? এইসব বিষয়ে খুব সহজ ভাবে বুঝে নিতে পোস্টটি পড়তে থাকুন।
Advertisements
জিএনপি অর্থ
Advertisements
- জিএনপি বা গ্রস ন্যাশন্যাল প্রোডাক্ট (Gross National Product) কথাটির মধ্যেই জিএনপি -এর অর্থ লুকিয়ে আছে।
- ‘গ্রস’ কথার অর্থ সমগ্র
- ‘ন্যাশন্যাল’ কথাটিকে আবার কোনও দেশের নাগরিকদের সাথে তুলনা করা যেতে পারে।
- ‘প্রোডাক্ট’ বলতে বোঝায় পণ্য এবং পরিষেবা
- অর্থাত্, জিনপি -এর অর্থ হলো কোনও দেশের নাগরিকদের দ্বারা উত্পাদিত পণ্য এবং পরিষেবা সমগ্র।
জিএনপি কি
- একটি আর্থিক বছরে, কোনও একটি দেশের নাগরিকগণের দ্বারা উত্পাদিত মোট পণ্য এবং প্রদেয় পরিষেবার সামগ্রিক মূল্যকে জিএনপি বা গ্রস ন্যাশন্যাল প্রোডাক্ট বলা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দেশের জিএনপি নির্ণয় করা হচ্ছে, সেই দেশের কোনও নাগরিক যদি বিদেশে কর্মরত থাকেন, তবে তাও জিএনপি তে অন্তর্ভূক্ত হবে। তবে, যে দেশের জিনপি নির্ণয় করা হচ্ছে, সেই দেশে যদি কোনও বিদেশী নাগরিক এসে কাজ করেন, তবে তা জিএনপি তে অন্তর্ভূক্ত হবে না। এই ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক।
Advertisements
- ধরা যাক, ভারতের জিএনপি -এর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে, অক্ষয় কুমার, যিনি কিনা কানাডার নাগরিক, ভারতে যে আয় করছেন তা ভারতের জিএনপি তে ধরা হবে না।
- আবার অন্যদিকে, ধরা যাক, বাংলাদেশের জিএনপি নির্ণয় করা হচ্ছে। এক্ষেত্রে, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে যে টাকা রোজগার করবেন, তা কিন্তু ভারতের জিএনপি তে নয়, বরং বাংলাদেশের জিএনপি তে অন্তর্ভূক্ত হবে।
জিএনপি নির্ণয়ের সূত্র
- জিএনপি (GNP) = জিডিপি (GDP) + বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় (Net Factor Income from Abroad)
- এক্ষেত্রে, নিট আয় = বিদেশে কর্মরত দেশের নাগরিকদের দ্বারা আয় – দেশে কর্মরত বিদেশী নাগরিকদের দ্বারা আয়
জিএনপি ও জিডিপি
- জিএনপি = জিডিপি + বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়
- জিএনপি -এর সাহায্যে কোনও দেশের উত্পাদন জনিত অনেক তথ্যাদি জানা যায়। যেমন –
- সেই দেশের পণ্য ও পরিষেবার ওপর অন্য দেশ কতটা নির্ভরশীল।
- সেই দেশ অন্য দেশের পণ্য ও পরিষেবার ওপর কতটা নির্ভরশীল।
- সারা বিশ্বের নিরিখে সেই দেশের মানব সম্পদের স্থান।
Advertisements
- জিএনপি -এর সাহায্যে কোনও দেশের উত্পাদন জনিত অনেক তথ্যাদি জানা যায়। যেমন –
জিডিপি ও জিএনপি এর পার্থক্য
- জিডিপি -এর ক্ষেত্রে কোন ভৌগলিক অবস্থানের মধ্যে পণ্য উত্পাদন ও পরিষেবা দেওয়া হয়েছে, তার ওপর জোর দেওয়া হয়।
- জিএনপি -এর ক্ষেত্রে কার দ্বারা পণ্য উত্পাদন বা পরিষেবা প্রদান করা হয়েছে, তার ওপর জোর দেওয়া হয়।
জিএনপি -এর প্রকারভেদ
নমিনাল জিএনপি (Nominal GNP)
- যদি কোনও দেশের পণ্য উত্পাদন ও পরিষেবার মূল্য বৃদ্ধির ফলে সে দেশের জিএনপি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তাকে বলা হবে নমিনাল জিএনপি।
প্রকৃত জিএনপি (Real GNP)
- এই ক্ষেত্রে কোনও একটি বছরকে ভিত্তি বছর (Base Year) ধরে জিএনপি নির্ণয় করা হয়।
জিএনপি ডিফ্লেটর কি
- জিএনপি ডিফ্লেটর একটি আর্থিক সূচক যেখানে, একটি ভিত্তি বছরের পরিপ্রেক্ষিতে বর্তমান বছরের জিএনপি -এর ওপর মুদ্রাস্ফীতির প্রভাব হিসাব করা হয়। জিএনপি ডিফ্লেটর -এর সুত্র হলো,
(নমিনাল জিএনপি/রিয়েল জিএনপি) X 100